মাএ ১ মিনিটে বাংলালিংক সিমে একদম ফ্রিতে ১ জিবি ইন্টারনেট নিন ২০২৪

মাএ ১ মিনিটে বাংলালিংক সিমে একদম ফ্রিতে ১ জিবি ইন্টারনেট নিন ২০২৪

Hello বন্ধুরা, কেমন আছেন আপনারা। আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদের একটা সুখবর দিব বাংলালিংক সিমের। আপনি যদি একজন বাংলালিংক সিমের ইউজার হয়ে থাকেন তাহলে এই পোস্টি আপনার জন্য। আপনি খুুব সহজে বাংলালিংক সিমে একদম ফ্রিতে এক জিবি ইন্টারনেট পেয়ে যাবেন৷

তাই আজকের এই পোস্টে আমি আপনাদের জানাবে কিভাবে একদম ফ্রিতে বাংলালিংক সিমে ১ জিবি ইন্টারনেট নিতে পারবেন এবং কিভাবে আপনি লাইফটাইম পর্যন্ত হাজার হাজার এমবি আপনার বাংলালিংক সিমে অফার অকারে নিয়ে আসতে পারবেন তা জানাবো। তাই ফ্রিতে নেট নেওয়ার জন্য সম্পূর্ণ পোস্টা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।

১ জিবি ফ্রি ইন্টারনেট পাওয়ার জন্য যা করতে হবে 


আপনাকে আগে বলে দেই এই ফ্রি ইন্টারনেটা পাওয়ার জন্য আপনাকে ছোট একটা অফিশিয়াল সফটওয়্যার এর সাহায্য নিতে হবে।যখন ওয়ান জিবি ফ্রি ইন্টারনেট পেয়ে যাবেন তখন আপনি চাইলে অ্যাপটা আনইন্সটল 

করে দিতে পারেন। কিন্তু এই অ্যাপটা আপনাকে নানান ধরনের সাহায্য করবে তাই আমার মতে এই অ্যাপটা রেখে দিলে ভালো হবে। 


তো চলুন শুরু করা যাক আমার দেখানো নিয়মগুলো ফলো করে এখনই আপনি শুরু করে দিন। 

গুগল নিউজে আমাদের সাইটি ফলো করতে এখানে ক্লিক করুন

ধাপ-১: প্রথমে আপনার যা করতে হবে বাংলালিংক অ্যাপটা ইন্সটল করুন। ইন্সটল করতে এখানে ক্লিক করুন অবশ্যই আমার দেওয়া লিংকটাতে ক্লিক করবেন। লিংকটাতে ক্লিক করলে আপনাকে মাই বাংলালিংক অ্যাপটা ইন্সটল করতে বলবে।


ধাপ-২: ১ জিবি ইন্টারনেট নিতে হলে মনে রাখবেন অবশ্যই লিংক এর মাধ্যমে মাই বাংলালিংক অফিশিয়াল অ্যাপটা ইন্সটল করে ওপেন করতে হবে।      

ধাপ-৩: আপনার বাংলালিংক সিমের নাম্বারটা দিয়ে মাই বাংলালিংক অ্যাপটা লগইন করুন। নাম্বার দিবার কিছুক্ষন পর আপনার নাম্বারে ৬ ডিজিট এর কোড আসবে তা অটো বসে যাবে। তাহলেই আপনার রেজিষ্ট্রেশন কম্পলিট হয়ে যাবে৷       

 

ধাপ-৪: এরপর আপনার মাই বাংলালিংক অ্যাপটা ঠিকভাবে রেজিস্ট্রার হয়ে গেলে নিচের মতো এই ইন্টারফেস দেখতে পাবেন।   

মাএ ১ মিনিটে বাংলালিংক সিমে একদম ফ্রিতে ১ জিবি ইন্টারনেট নিন ২০২৩

ধাপ-৫: তারপর আপনার প্রফাইলটায় আপনার নাম,ছবি ও ঠিকানা দিয়ে সাইভ করুন। ব্যাস এই কাজগুলো করে আপনি খুব সহজে ১ জিবি ফ্রি ইন্টারনেট এখুনিই নিয়ে নিন। 


প্রতি মাসে 5 থেকে 15 জিবি ফ্রি ইন্টারনেট নিন 


এখন আপনাদের দেখাবো কিভাবে প্রতি মাসে ৫০০ থেকে ১৫ জিবি পর্যন্ত এমবি মাই বাংলালিংক অ্যাপ ব্যবহার করে একে বারেই ফ্রিতে নিতে পারবেন। এই কাজটা অনেক সহজ এবং মজাদার। 


আপনাকে কোন প্রকার কষ্ট করতে হবে না খুব সহজে প্রতিমাসে ফ্রি ইন্টারনেট পেয়ে যাবেন। আপনাকে আর এমবি নিয়ে চিন্তা করতে হবে না। এটি কিন্তু খুব সহজে একটি উপায় খালি আপনাকে একটু মনেযোগ দিতে হবে। এখন বলি কিভাবে ফ্রি এমবি নিবেন নিচে পয়েন্ট আকারে দেওয়া হলোঃ


আপনার মাই বাংলালিংক অ্যাপটা ওপেন করতে হবে এরপর আপনি অ্যাপের ডান পাশের উপরে তিনটা লাইন পেয়ে যাবেন সেখানে ক্লিক করুন। 


তারপর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। সেখান থেকে তিন নাম্বারটায় ক্লিক করবেন৷ 

     

এরপর আপনার সামনে নিচের দেওয়া ঠিক এই রকম একটা ইন্টারফেইস আসবে। সেখান থেকে আপনি শেয়ার বাটনে ক্লিক করে আপনার অন্য কোন বাংলালিংক সিম ব্যবহারকারীকে পাঠালে সে আপনার লিংক দ্বারা বাংলালিংক অ্যাপটা ইন্সটল করলেই আপনি ১ জিবি ইন্টারনেট  ফ্রিতে পেয়ে যাবেন। 

মাএ ১ মিনিটে বাংলালিংক সিমে একদম ফ্রিতে ১ জিবি ইন্টারনেট নিন ২০২৩

আমাদের টেলিগ্রাম চ্যানেল Join করতে এখানে ক্লিক করুন

উপরের এই নিয়মগুলো ফলো করে আপনি মাই বিএল অর্থাৎ মাই বাংলালিংক সিম থেকে প্রতি মাসে ভালো পরিমান ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন৷ আশা করি যারা বাংলালিংক সিম ব্যবহার করে থাকেন তাদের এই পদ্ধতির মাধ্যমে ১ জিবি ইন্টারনেট পেতে সাহায্য হবে। আপনি চাইলে রেফার করে অনলিমিটেড ফ্রি এমবি ব্যবহার করতে পারবেন ৷ যদি কারো কোন অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাকে সাহায্য করবো।      


বাংলালিংক 18 টাকায় 2 জিবি কোড নতুন সিমের অফার 

 

বাংলালিংক তাদের নতুন সিম ব্যবহারকারিকে দিচ্ছে ১৮ টাকায় ২ জিবি ইন্টারনেট। তাই আমি এখন বলবো বাংলালিংক নতুন সিমের ইন্টারনেট অফার সম্পর্কে। 

কিভাবে আপনি এই নতুন সিমের অফারটা চালু করবেন এবং কোন কোড ডায়েল করতে হবে সবকিছু বলে দিচ্ছি। 


আপনাদের এই ইন্টারনেট অফারটি পেতে হলো অবশ্যই একটা শর্ত মানতে হবে। আর শর্তটা হলো খুব সহজ আপনার সিমটি নতুন হতে হবে তাহলেই এই অফারের জন্য আপনি উপযুক্ত হয়ে যাবেন। 18 টাকায় 2 জিবি আপনি ৭ দিন ব্যবহার করতে পারবেন। 


আপনারা একটা নতুন সিমে এক বছরের মধ্যে ২২ জিবি ইন্টারনেট নিতে পারবেন। এই অফারটা প্রতিমাসে আপনি একবার করে নিতে পারবেন। যার ফলে আপনি চাইলে অফারটি যে কোন নতুন সিমে চালু করলেই সে সময় থেকে এক বছরের জন্য এই অফারটি সচল থাকনে। 


এখন বলি, বাংলালিংক 18 টাকায় 2 জিবি কোড হলো *121*300# এই কোডটা ডায়েল করে নতুন সিমে আপনি ৭ দিনের জন্য ইন্টারনেট প্যাকেজ পেয়ে যাবেন। তাই এই নিয়ম ফলো করে আপনি খুব সহজে প্রতি মাসে ১৮ টাকায় ২ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।   


আরো পড়ুন:

• সেরা ৫টি সবচেয়ে কম দামে বাটন মোবাইল এর দাম ২০২৪

মোবাইল ট্রেন টিকেট বুকিং করুন খুব সহজে

Facebook Profile Monetizetion থেকে কীভাবে টাকা আয় করবেন

বাংলালিংক ফ্রি ১ জিবি কোড 2024

বাংলালিংক সিমে ফ্রিতে ১ জিবি পেতে হলে আপনাকে অন্য বাংলালিংক ব্যবহারকারিকে আপনার রেফারেল লিংক দিয়ে বাংলালিংক অ্যাপ এই রেজিস্ট্রার হতে হবে তাহলেই আপনি পেয়ে যাবেন ১ জিবি সেও পেয়ে যাবে ১ জিবি। 


আর যদি আপনি *132*111# এই কোডটা ডায়েল করেন তাহলে আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ ১ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে। আপনি প্রতি একমাস পর পর এই কোডটা ডায়েল করলেই পেয়ে যাবেন ফ্রি ইন্টারনেট।         


বাংলালিংক ৩৬ টাকা ১ জিবি অফার 


বর্তমানে বাংলালিংক গ্রাহকদের জন্য ৩৬ টাকায় ১ জিবি দিচ্ছে চার দিনের জন্য। এই অফরটা পাওয়ার জন্য আপনাকে ৩৬ টাকা রিচার্জ করতে হবে তাহলেই এটা চালু হয়ে যাবে। আপনি চাইলে মাই বাংলালিংক অ্যাপ থেকে এই অফারটি সরাসরি ক্রয় করতে পারেন৷   


আমার শেষ কথা 


আশা করি,সম্পূর্ণ আর্টিকেলটা পড়েছেন। আপনারা এই পোষ্টাের মাধ্যমে মাএ ১ মিনিটে বাংলালিংক সিমে একদম ফ্রিতে ১ জিবি ইন্টারনেট পেয়ে গেছেন এবং এর পাশাপাশি কিভাবে রেফারেল করে প্রতিদিন ১ জিবি ইন্টারনেট নিতে পারবেন তাও বুঝতে পেরেছেন। আর আপনি সফলভাবে বাংলালিংক 18 টাকায় 2 জিবি কোড নতুন সিমের অফার নিতে পেরেছেন। যদি কোন কিছু না বুঝতে পারেন তাহলে আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাকে সাহায্য করবো। আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোন টপিক্স নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ্য থাকবেন আল্লাহ হাফেজ৷ 


Previous Post Next Post
F