সবারই একটা nid card থাকা দরকার। কারন nid card হলো আপনার একটা দেশের নাগরিকত্ব এর বড় প্রমান। কিন্তু যারা নতুন nid card এর জন্য আবেদন করে তাদের মনে একটা প্রশ্ন হর হামেশা দেখা যায় যে তারা কি মোবাইল নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করতে পারবে কিনা।
আর কিভাবে nid card ডাউনলোড করবো, কিভাবে nid card online copy বের করবো ও কিভাবে nid card check করবো আসল নাকি নকল। তাই আমি আজকে তাদের উদ্দেশ্যে কথা চিন্তা করে এই আর্টিকেলটা লিখেছি। আমি আশা করি এই আর্টিকেলটা পুরো পড়লে আপনার মনের সকল প্রশ্নের সমাধান পেয়ে যাবেন।
So, চলুন শুরু করি আরো এক নতুন জ্ঞানের যাএা।
গুগল নিউজে আমাদের সাইটি ফলো করতে এখানে ক্লিক করুন
মোবাইল নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করার নিয়ম
এখন আমরা কথা বলবে যে কিভাবে মোবাইল নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করেন। মূলত এটা কখনো সম্ভব না। কারন আপনি যখন আপনার nid card এর জন্য আবেদন করেন তখন একটা মোবাইল নাম্বার দিতে হয়। কিন্তু এই মোবাইল নাম্বার দিয়ে আপনি ভোটার কার্ড বের করতে পারবেন না।
NID Card Regeneration Team তাদের ওয়েবসাইটে বলেছে যে আপনি আপনার নাম্বার দিয়ে কখনো nid card online copy বের করতে পারবেন না। কারন আপনার মোবাইল নাম্বার যে কোন সময় পরিবর্তন হতে পারবে তাই এটা অসম্ভব। কিন্তু আপনি মোবাইলের sms ব্যবহার করে nid card এর নাম্বার পেতে পারেন।
এটা nid card number ব্যবহার করে আপনি nid card ডাউনলোড করতে পারবেন।
তাই এখন দেখাবো কিভাবে মোবাইল ব্যবহার করে sms এর মাধ্যমে nid card এর নাম্বার পেতে পারেন। নিচের দেখানো হলো :
এটা করার জন্য আপনার যা লাগবে :
1. nid card আবেদন এর স্লিপ
2. আপনার জম্ম সাল
3. আপনার nid card ফরম আবেদনের same মোবাইল নাম্বার থেকে sms দিয়ে 105 নাম্বারে পাঠিয়ে দিবেন।
এটা করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলের মেসেজ অপশন থেকে টাইপ করুন SC <space> F <space> আপনার নিবন্ধন স্লিপের এর ৮ সংখ্যার নাম্বার <space> D <space> আপনার জন্ম সাল ডেস ( - ) দিয়ে জন্ম তারিখ লিখে পাঠিয়ে দিন 105 নাম্বারে ।
Example: SC F 12345678 D 2003-15 Send to 105 Number 24/48 ঘন্টার মধ্যে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার ও আপনার নামসহ ভোটার তথ্য পেয়ে যাবেন ।
উপরের প্রসেসটা ফলে করে আপনি খুব সহজে আপনার nid card এর নাম্বার বের করতে পারবেন।
কিভাবে nid card check করবো আসল নাকি নকল
আমরা যারা ব্যবসায়ি আছি। তারা তাদের কোম্পানিতে চাকরি দেওয়ার জন্য লোক নেয়। বেশির ভাগ ব্যবসায়ি তাদের ইমপ্লোইদের চাকরি দেওয়ার আগে তাদের nid card check করা জরুরি মনে করে না। কিন্তু তারা যদি আপনাকে ফেক nid card দেখায় তাহলে আপনি কিভাবে বুঝবেন এটা আসল নাকি নকল। যদি আপনি এটা বেশি গুরুত্ব না দেন তাহলে আপনার কোম্পানির ক্ষতি হতে পারে। এ জন্য কাউকে চাকরি দিবার আগে আপনি আবশ্যই নিচের নিয়মগুলো ফলো করে তার nid card check বা verify করে নিবেন।
আপনি দুইভাবে nid card check করতে পারবেন।
• প্রথমটা হলো আপনি সরাসরি nid card এর অফিসে গিয়ে তাদের মাধ্যমে nid card check করতে পারেন।
• দ্বিতীয়টা হলে আপনি অনলাইনে বসে যে কারো মোবাইল নাম্বার ও nid card number দিয়ে খুব সহজে check করতে পারবেন।
আমার কাছে মনে হয় আপনাদের কাছে দ্বিতীয়টা সুবিধার মনে হয়েছে। তাই আমি এখন দেখবো যে কিভাবে অনলাইন এর মাধ্যমে যে কারো nid card check করবেন আসল নাকি নকল।
1. প্রথমে আপনাকে ভূমি উন্নয়ন ব্যবস্থাপনার নাগরিক কর্নার ওয়েবসাইট এ যেতে হবে। তারপর আপনি যার nid card check করবেন তার মোবাইল নাম্বার, nid card number ও জম্ম তারিখ এবং সাল দিয়ে পরবর্তী পদক্ষেপ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুখন অপেক্ষা করবেন।
আরো পড়ুন:
• ই-সিম কি? কীভাবে eSIM ইন্সটল করবো এবং এর সুবিধা ও অসুবিধা √
• Facebook Profile Monetizetion থেকে কীভাবে টাকা আয় করবেন √
• মোবাইল ট্রেন টিকেট বুকিং করুন খুব সহজে √
জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করার নিয়ম
মূলত জম্ম নিবন্ধন নাম্বার দিয়ে nid card বের করা যায় না। এ রকম কোন সিস্টেম নেই যেখানে জম্ম নিবন্ধন নাম্বার দিলে আপনার nid card চলে আসবে এটা অসম্ভব বেপার। বরং আপনি চাইলে আপনার nid card number দিয়ে nid card ডাউনলোড করতে পারবেন।
এটা করার জন্য আপনাকে Bangladesh Nid Card Service এর ওয়েবসাইট ওপেন করতে হবে। তারপর আপনি রেজিষ্ট্রেশন এ ক্লিক করবেন। এরপর আপনার nid card অথবা ফরম নাম্বার ও জম্ম তারিখ ও সাল দিয়ে রেজিস্ট্রার করবেন। এরপর আপনি আপনার ফেস ভেরিফাই করার পরই আপনি nid card ডাউনলোড করার একটা অপশেন পেয়ে যাবেন। তার উপর ক্লিক করলেই আপনার nid card online copy ডাউনলোড হয়ে যাবে।
কিভাবে ১০ ডিজিট থেকে ১৩ ডিজিটের nid নাম্বার পাবেন?
আমাকে এক ভাই বলেছে যে তার নতুন স্মার্ট কার্ড হাতে পেয়েছে। কিন্তু সে তার একটা কাজে পুরোনো nid card দিয়েছে। কিন্তু সেখানে নতুনটা এখনো ভালো করে কাজ করছে না। এমত অব্থায় আমি কি করবো। এখন সে তার নতুন nid card number থেকে পুরানো nid card এর নাম্বার বের করতে চায়।
এটা পাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার নিকটবর্তী থানায় একটা জিডি করতে হবে। জিডির ভিতর অবশ্যই আপনার কারনটা ভালো করে উল্লেখ থাকতে হবে। তারপর আপনি আপনা আপনার মোবাইল থেকে 105 নাম্বারে কল দিয়ে আপনার সমস্যার কথা বলবেন এবং তারপর আপনার থেকে থানার জিডি এর নাম্বার চাইবে। এটা করার ১২/২৪ ঘন্টার মধ্যে আপনার আগের nid card এর ১৩ ডিজিট এর নাম্বার আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
পুরাতন nid card কিভাবে বের করবো?
যদি আপনি পুরানো nid card বের করতে চান। তাহলে আপনাকে আপনার নিকটবর্তী থানায় একটা জিডি করতে হবে nid card হারানোর। তারপর আপনি Bangladesh NID Service এই ওয়েবসাইটা ওপেন করবেন এবং আপনার nid card number এবং আপনার জম্ম তারিখে ও সাল দিয়ে রেজিস্ট্রার করবেন। তারপর আপনার Face ভেরিফিকেশন করার পর আপনি একটা ডাউনলোড অপশেন পাবেন সেখানে ক্লিক করে আপনার nid card ডাউনলোড করে নিবেন।
আমার আইডিতে কোন নাম্বার নিবন্ধিত আছে কিভাবে বের করব
আপনি কি জানেন আপনার হাতে থাকা মোবাইলের সিম নাম্বারটা কার এনআইডি কার্ড দিয়ে নিবন্ধন আছে। হয়তো এটা জানেন না। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মনে হয় এটা সবারই এটা জানা উচিত। সরকারি ভবে বলে দিয়েছে যে একটা nid card দিয়ে ১৫ টা সিম তোলা বা নিবন্ধন করা যাবে। এজন্য আপনাকে বলবো যে কিভাবে আপনার নাম্বার চেক করবেন কোন এনআইডি দিয়ে নিবন্ধন আছে।
এটা করার জন্য সর্বপ্রথম আপনি যে এনআইডি দিয়ে চেক করতে চাইছেন যে সেখানে কয়টা সিম নিবন্ধন রয়েছে । সেই এনআইডি দিয়ে খোলা একটা সিম আপনার ফোনে থাকতে হবে। তারপর আপনি ডায়েলে গিয়ে *16001# এই USDD code দিয়ে আপনার সেই সিমে কল করুন। তারপর আপনার সামনে একটা pop-up আসবে। সেখানে আপনার nid card এর last ৪টা ডিজিট Enter করে Send বাটনে ক্লিক করবেন।
তারপর আপনাকে একটা মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে আপনার এই এনআইডি কার্ডে কয়টা নাম্বার নিবন্ধন আছে।
আমার শেষ কথা
আশা করি আপনাদের মোবাইল নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করা এবং nid card check করা বুঝাতে পেরেছি। যদি nid card সম্পর্কিত কোন কিছু জানতে চান তাহলে আমাকে নিচের কমেন্ট বক্স এ জানাবেন। আমি অবশ্যই আপনার মেসেজের উওর দিব। আজ আর নয় দেখা হবে নতুন কোন টপিক্স নিয়ে। ভলো থাকবেন এবং সবসময় আমাদের পাশে থকবেন৷
আল্লাহ হাফেজ 💝
Tags ; নাম্বার দিয়ে আইডি কার্ড চেক,মোবাইল নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করা,nid card check করুন,
So beautiful and different
ReplyDeletehttps://www.banglatechbro.com/2023/04/how-to-nid-card-check.html
ReplyDelete