Hello বন্ধুরা, আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশ ব্যাংক তাদের নতুন প্রকল্প 'eRin' app উদ্ভাবন করেছে। তাই আপনরা অনেক আমাকে বলছেন যে ভাই এই অ্যাপটা কি? আমার কীভাবে এটা ব্যবহার করবো। তাই আমরা আজকের আর্টিকেলে দেখবো কীভাবে 'eRin' app থেকে লোন নিবেন Full Guide in bangla.
আমি আশা করি আপনি যদি পুরো আর্টিকেলটা পড়েন তাহলে আপনি কোন ঝামেলা ছাড়াই এই eRin app থেকে লোন নিতে পারবেন।
So,চলুন শুরু করা যাক আরো এক নতুন জ্ঞানের যাএা।
গুগল নিউজে আমাদের সাইটি ফলো করতে এখানে ক্লিক করুন
eRin কি ?
eRin এর পূর্ণরূপ হলো ইলেকট্রনিক ঋন বা লোন। মূলত eRin হলো ঋন প্রদান কারি একটি অ্যাপ। বাংলাদেশ ব্যাংক এর মাধ্যমে পরিচালিত নতুন একটা অ্যাপ। তারা বলেছে আপনার যখন ঋন প্রয়োজন তখন আপনি তাদের কাছ থেকে ২ ঘন্টার মধ্যে আপনি ঋন পেয়ে যাবেন কোন প্রকার ঝামেলা ছাড়াই।
মজার বিষয় হলো আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ঋন এর জন্য আবেদন করতে পারবেন এবং আপনি সরাসরি বিকাশের মাধ্যমে বা আপনার ব্যাংক একাউন্টে টাকা গ্রহন করতে পারবেন। এর জন্য এই অ্যাপটা এখন অনেক জনপ্রিয় হচ্ছে।
eRin app আমরা কেন ব্যবহার করবো।
আমাদের এ পৃথিবীতে সুস্থ্যভাবে বাঁচতে হলে আমাদের টাকার দরকার। টাকা থাকলে আমরা সবকিছু করতে পারবো। যদি আমরা কোন বিপদে পড়ি তাহলে টাকা আমাদের জীবন বাচাতে পারে। তাই আমদের কোন বড় ধরনের বিপদ হলে বা আমাদের টাকার প্রয়োজন হলো আমরা ইন্সটেনলি কারো কাছ থেকে ঋন নেই।
আমাদের টেলিগ্রাম চ্যানেল Join করতে এখানে ক্লিক করুন
কিন্তু অনেক সময় আমরা সঠিক সময়ে ঋন পাইনা। যার কারনে বাংলাদেশ ব্যাংক এর উদোগে এই অ্যাপটা চালু করা হয়েছে। যেন মানুষের সঠিক সময় ঋন দিয়ে আপনাদের পাশে থাকা যায়। তারা আপনাদের বিভিন্ন ধরনের ঋন দিয়ে থাকে। আপনার যদি পারসোনাল মেডিক্যাল, ব্যবসায় ইত্যাদি সকল খাতে তার আপনাদের ঋন দিবে।
কিন্তু মজার বিষয় হলো আপনাকে কোথাও যেতে হবে না। আপনার হাতের কাছের ফোনটা দিয়ে আপনি অনলাইনে ঋন এর জন্য রিকোয়েস্ট করতে পারবেন।
আবেদন করার কিছু সময় পর আপনার আবেদন কৃত ঋনের অর্থ আপনার ব্যাংক একাউন্ট নিমিষেই পৌছে যাবে।
তাই যদি কখনো আপনার টাকা ঋন নিতে হয় তাহলে আপনার উচিত এই 'eRin' appটা ব্যবহার করে লোন নেওয়া। যাতে আপনি কোন ঝামেলা ছাড়াই আপনার প্রয়োজনীয় অর্থ খুব সহজে পেতে পারেন।
আরো পড়ুন:
• ভাতার টাকা মোবাইলে দেখার নিয়ম √
• মোবাইল ট্রেন টিকেট বুকিং করুন খুব সহজে√
• Facebook Profile Monetizetion থেকে কীভাবে টাকা আয় করবেন √
eRin app থেকে সর্বোচ্চ কত টাকা Rin নেওয়া যায়
অ্যাপের ভিতরে নতুনদের জন্য ২৫ হাজার টাকা পর্যন্ত নিতে পারবে একেবারে। কিন্তু তারা ইন্টারভিউগে বলেছে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋন নিতে পারবেন। তারা আরো বলেছে, আপনি যতবার লোন নিবেন তত বার আপনার একাউন্ট এর ক্ষমতা বা লোনের টাকার পরিমান বৃদ্ধি পাবে। যদি আপনাদের আরো বেশি পরিমানে লোন দরকার হয় তাহলে তাদের সাথে কথা বললে তারা আপনাকে আপনার ইচ্ছামতো লোন দিবে।
eRin app এ একাউন্ট খোলার নিয়ম
১.প্লে স্টোর থেকে eRin apps টা ইন্সটল করবেন -eRin app থেকে কীভাবে loan নিবেন Full Guide
আমি আশা করি আপনারা উপরের Steps গুলা ফলো করে সফলভাবে eRin apps এ একাউন্ট খুলেছেন। এখন আপনাকে দেখাবো eRin app থেকে কীভাবে loan নিবেন Full Guide করবো।
এই ৭টা Steps ফলো করে আপনি ঋন এর জন্য আবেদন করতে পারবেন
eRin app এর সুবিধা
আমাদের এই ডিজিটাল যুগে এমন একটা অ্যাপ এর প্রয়োজন ছিল। বাংলাদেশ ব্যাংক আমাদের এই সমস্যা সমাধান করে দিয়েছে এই eRin সেবা চালু করে। তাই আপনাদের এই ইরিন অ্যাপ এর সুবিধাগুলো জানা অত্যন্ত প্রয়োজন।
নিচে eRin app এর সুবিধাগুলো বলা হয়েছে
• ঋন নিবার জন্য কোন প্রকার কাগজ পএের প্রয়োজন হয় না
• আপনি ঘরে বসেই ঋন এর জন্য আবেদন করতে পারেন
• ঋনকৃর্ত অর্থ সংগ্রহ করার জন্য কোন প্রকার ঝামেলা নেই। আপনার ব্যাংক বা বিকাশ টাকা পৌছে যাবে খানিকক্ষণ এর মাধ্যমেই।
• ঋনকৃর্ত অর্থ আপনি খুব সহজে আপনার মোবাইল ব্যাংকিং এর মাধ্যেমে পরিশোধ করতে পারবেন।
So, ইতিমধ্যে আপনারা জেনে গেলেন এই eRin app এর সুবিধা। এই অ্যাপের সুবিধা অনেক তাই আপনারা এখান থেকে খুব সহজে বা কোন প্রকার ঝামেলা ছাড়াই আপনার প্রয়োজনীয় অর্থ ঋন নিতে পারবেন।
eRin app এর অসুবিধা
এই অ্যাপটা ব্যবহার করে আমি যে সমস্যাগুলো পেয়েছি তা নিচে দেওয়া হলোঃ
• লগইন সমস্যা গুগলের মাধ্যমে ছাড়া আপনি লগইন করতে পারবেন না।
• ব্যাংক একাউন্ট ছাড়া আপনি eRin apps এ একাউন্ট খুলতে পারবেন না।
• আপনার ঋনকৃর্ত অর্থ আপনি শুধু DBL ব্যাংক এর মাধ্যমে নিতে পারবেন।
• মোবাইল ব্যাংক এর মাধ্যমে ঋন এর অর্থ গ্রহন করার কোন অপশেন নেই।
• NID card আপলোড কারা পর সাবমিট বাটনে ক্লিক করলে আপলোড ফেল হয়ে যায়।
Basically, অ্যাপটা নতুন তাই একটু আকটু সমস্যা থাকবেই। সময়ের সাথে সাথে সব সমাধান হয়ে যাবে।
আমার শেষ কথা
আজকাল অনলাইনের যুগে আমরা ঘরে বসেই সকল ধরবের সুবিধা পেয়ে থাকি। যার জন্য কখনো আমাদের টাকার প্রয়োজন হলে আমরা অনলাইনেই লোনের জন্য আবেদন করতে পারি। তাই আজকের এই আর্টিকেলে আপনাদের eRin এর সকল কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করেছি।
আমার একটা উপদেশ হলো আপনাদের প্রয়োজন ছাড়া কখনো লোন নিবেন না। কারন এখানে ইন্টারেশট রেট সাভাবিক এর তুলনায় একটু বেশি। আমি আশা করি আপনারা eRin app সম্পর্কে বুঝতে পারেছেন। যদি কোন কিছু বুঝতে না পারেন তাহলে আমাকে নিচের কমেন্ট বক্স এ জানাবেন। আমি অবশ্যই আপনার কমেন্টের উত্তর যেত তারাতারি সম্ভব দেওয়ার চেষ্টা করবো।
So, আজ এখানে আমার কথা শেষ করলাম। দেখা হবে নতুন কোন টপিক্স নিয়ে। সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ 💝
Thanks for sharing this important information.
ReplyDeletethanks bhai eita shear korer jonoh
ReplyDelete