Pyypl কি ? Pyypl একাউন্ট খোলার নিয়ম | How to open pyypl account in bangla

Pyypl কি ? Pyypl একাউন্ট খোলার নিয়ম | How to open pyypl account in bangla

Hello বন্ধুরা, আপনারা কেমন আছেন। আসা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে pyypl কি ?  Pyypl এর Free Master card কীভাবে নিবেন। কীভাবে pyypl account খুলতে হয় আর কীভাবে নিরাপদে কার্ডে ডলার লোড করবো। So,আজ আমরা pyypl এর সব খুটিনাটি সম্পর্কে এই ব্লগটিতে বিস্তারিত জানবো।

Pyypl কি ? Pyypl একাউন্ট খোলার নিয়ম | How to open pyypl account in bangla


Pyypl কী ?

Pyypl হলো একটি Financial প্রতিষ্ঠান। মূলত তারা আমাদের মাস্টার কার্ড এর সুবিধা প্রদান করে থাকে। তারা আরব আমিরাত ও বারাইন থেকে আমাদের এই সেবা দিয়ে থাকে। তাদের মাধ্যমে আমরা পৃথিবীর যেকোন জায়গায় অনলাইনে Payment করতে পারি। তাদের মাস্টার কার্ড এর মাধ্যমে আমরা International পেমেন্ট গ্রহন কারি কোন প্রতিষ্ঠানকে টাকা প্রদান  করতে সক্ষম হয়েছি। 

বিশেষ করে আমরা যারা বাংলাদেশ থাকি তারা দেশের বাইরে বা কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে টাকা দিতে পারে না। যার ফলে আমাদের কথা চিন্তা করে তার এই pyypl সেবাটি চালু করেছে। যেন আমরা সকলে যে কোন দেশের থেকে কিছু ক্রয় করলে যেন এই মাস্টার কার্ডের মাধ্যমে করতে পারি। মূলত এই জন্যই pyypl প্রতিষ্ঠানি চালু হয়েছে। আমরা এটাকে paypal এর বিকল্প হিসাবে ব্যবহার করতে পারি।  

কী জন্য pyypl ব্যবহার করবেন

এই বার আসি, আমরা কেন বা কী জন্য এই কার্ডটা ব্যবহার করবো। আমরা যারা Blogger,Business man বা Gamer আছি। তাদের অনলাইনে পেমেন্ট করা লাগে। যদি ব্লগারের কথা চিন্তা করি, তাহলে তাদের প্রতি বছর Domain,Hosting renew করতে হয়। যার কারনে তার একটা মাস্টার কার্ড দরকার হয় পেমেন্ট করার জন্য। 

আবার যদি ব্যবসায়িদের কথা চিন্তা করি,সে এক দেশ থেকে পন্য ক্রয় বা আমদানি করে। যার জন্য তাকে অনলাইনে মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হয়। আর যারা গেমেয়ার ভাই আছেন, তাদের তো প্রতিনিয়তই কার্ড ব্যবহার কারা লাগে। গেমের বিভিন্ন জিনিস পএ কিনতে হয়। তারা মাস্টার কার্ডের মাধ্যমে প্লে স্টোর কে পেমেন্ট করে প্রয়োজনীয় জিনিসপএ কিনতে  হয়।

যার কারনে আমরা যারা বাংলাদেশি আছি তারা অনলাইনে পেমেন্ট করতে পারি না। পেমেন্ট করার জন্য মাস্টার কার্ড দরকার হয়। কিন্তু বাংলাদেশের ব্যাংক গুলা থেকে ডুয়েল কারেন্সি ডেবিট বা ক্রেডিট কার্ড আমরা পেতে পারি। কিন্তু এটা পাওয়ার জন্য আমাদের পাসপোর্ট দেখনো লাগবে। যদি আমাদের পাসপোর্ট থাকে তাহলেই আমারা এই কার্ড পাবো অন্যথায় পাবো না। 

তো আমাদের প্রত্যেকের পাসপোর্টের বয়স নাও হতে পারে বা টাকার কারনেও আমরা পাসপোর্ট নাও তৈরি করতে পারি। এজন্য কী আমরা আমাদের পছন্দ মতো কিচ্ছু কিনতে পারবো না। এই সমস্যাটিকে সমাধান করেছে পাইপাল মাস্টার কার্ড প্রদান কারি কোম্পানি।

তাদের কারনে আমরা যে কোন ওয়েবসাইট যেমন- Namecheap,Go daddy or Hostinger এ কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারছি।

মূলত, আমাদের international পেমেন্ট করার জন্যই pyypl মাস্টার কার্ডটি ব্যবহার করতে হচ্ছে।       

            

কিভাবে Pyypl অ্যাকাউন্ট খুলতে হয়

So,এখন দেখাবো কীভাবে নতুন ইন্টারফেসে Pyypl account খুলবেন - 


১.প্রথমে প্লে স্টোর থেকে pyypl apps টা ইন্সটল করে ওপেন করবেন  

২. Creat account এ ক্লিক করতে হবে।  


৩. তারপর Continue বাটনে ক্লিক করবেন  



৪.আপনার নাম লিখেন Continue তে ক্লিক করুন  




৫.এইবার আপনার মোবাইল নাম্বার দিয়ে Next বাটনে ক্লিল করুন 



৬.Click to verify তে ক্লিক করুন 


৭.৪ ডিজিটের পিন নাম্বার দিতে হবে। যেন আপনার Account টা  Safe থাকে।প্রতিবার লগইন বা অ্যাপ ব্যবহার করার সময় এই পিনটা প্রয়োজন হবে। তাই পিনটা মনে রাখবেন।   


৮.তারপর I agree তে টিক দিয়ে  Next বাটনে ক্লিক  করবেন 


৯.তারপর আপনার একাউন্টটি Verify বাটনে ক্লিক করুন   


১০. Verify বাটনে ক্লিক করুন 


১১.আপনার ঠিকানা দিয়ে Next বাটনে ক্লিক করুন 



১২.আপনি অবশ্যই NID card দিয়ে Verification করবেন। ভেরিফাই করার জন্য  Verify বাটনে ক্লিক করেন  


১৩.Let's Go বাটনে ক্লিক করুন 


১৪.আপনার NID Card এর সামনের সাইডের ছবি তুলুন। 


১৫. এইবার NID CARD এর পিছনের সাইটের ছবি তুলে সাবমিট করলেই আপনার  pyypl account সম্পন্নভাবে তৈরি করার হয়েছে।   


আরো পড়ুন: 

•  ই-সিম কি? কীভাবে eSIM ইন্সটল করবো এবং এর সুবিধা ও অসুবিধা √

• Facebook Profile Monetizetion থেকে কীভাবে টাকা আয় করবেন √

যেভাবে আপনার Pyypl Card Active করবেন  

আমি আশা করি আপনি উপরে দেওয়া Steps গুলো ফলো করে সফলভাবে pyypl account তৈরি করেছেন। এখন বলি কীভাবে নিজের নামে pyypl Card Active বা issue  করবেন। 

আপনি যদি Binance থেকে ডলার লোড করেন তাহলেই আপনার কার্ডটা Active হয়ে যাবে। 

তবে আবশ্যই Binance থেকে ডলার লোড দিবেন। অন্য কোথাও থেকে দিলে আপনার কার্ডটা Active হবে না। কারন তার Binance এর সাথে agreement করেছে নতুনদের জন্য। যারা Binance থেকে তাদের Account এ লোড করবে শুধু তাদের কেই দিবে।

So, যারা নতুন Account খুলেছেন তারা আবশ্যই Binance থেকে ডলার লোড করবেন।             


কিভাবে Binance থেকে Pyypl কার্ড এ ডলার লোড করবেন  

অনেক মাধ্যমে pyypl কার্ড এ ডলার লোড করা যায়। 

যেমন :

• অন্য কারো Master Card দিয়ে লোড করা যায়

• ব্যাংক থেকেও সরাসরি ডলার লোড করা যায় 

• এজেন্ট এর থেকেও আপনি করতে পারবেন

• Pyypl ব্যবহার কারি থেকেও ডলার Transfer করতে  পারবেন

আপনি এই মাধ্যম গুলোতে ডলার লোড করতে পারবেন। কিন্তু আপনার যেতটুকু প্রয়োজন অতটুকু করতে পারবেন না। মানে হলো আপনার যদি  1$ প্রয়োজন হয় তাহলে আপনি নিতে পারবেন না। তারা 5 $ এর নিচে লোড করে না। যার কারনে আমি মনে করি আপনি Binance থেকে লোড করা উচিত। Binance থেকে নিজের প্রয়োজন অনুযায়ী ডলার লোড করতে পারবেন।


নিচে দেখানো হলো কীভাবে Pyypl ডলার লোড করবেন Binance থেকে →→


১.প্রথমে প্লে স্টোর থেকে Binance apps টা  ইন্সটল করে gmail দিয়ে Singup করবেন। 


২.Binance singup করার পর Home page এ আসবেন। তারপর P2P তে ক্লিক করবেন।  


৩.Buy তে ক্লিক করুন 


৪.এখন আপনি কত ডলার কিনবেন তা এই বক্স এ লিখুন 


৫.তারপর আপনি make payment এ ক্লিক করবেন


৬.এখানে হলো Important জিনিস খুব careful হতে হবে। এখন আপনি নিচে দেওয়া বিকাশ নাম্বারে ক্যাশ আউট করবেন ৫৬১.২৫ টাকা। আপনি Bkash এ  পেমেন্ট করার জন্য সময় হলো ১৫ মিনিট। এর মধ্যে পেমেন্ট করতে হবে না করলে order বাতিল হয়ে যাবে।

পেমেন্ট করার পর  Transferd, notified Seller এ ক্লিক করবেন।  
৭.তারপর ৪ মিনিট ওয়েট করতে হবে। ওয়েট করার পর একটা মেসেজ আসবে ডলার Order Complete

৮.আপনার ডলার কিনি সফলভাবে হয়ে গেছে।  


৯.এখন আপনি আপনার Pyypl apps টা ওপেন Top Up এ ক্লিক করেন 
১০. Top Up অপশনের থেকে Binance সিলেক্ট করেন   
 
১১.তারপর Crypto option থেকে Binance সিলেক্ট করেন    

১২.এরপর আপনি Top Up এ ক্লিক করুন 


১৩.আপনি যেত ডলার লোড করবেন আপনার কার্ডে সেই Amount টা এখানে লিখে Top Up বাটনে ক্লিক করেন।
 

১৪.কিছুক্ষন অপেক্ষা করুন। গুগল Chrome আসলে ক্লিক করবেন।     


১৫.আপনার Card এ সফলভাবে ডলার লোড হয়েছে। 


Pyypl কী বৈধ (legit)

আমরা অনেকে মনে একটা প্রশ্ন আসতে পারে যে 'is pyypl legit' বা pyypl কী বৈধ।আমি বললো এটা legit। কারন আমি আগেই বলিছি pyypl একটা ফিন্যান্সিয়াল প্রতিষ্ঠান। তারা আরব আমিরাত ও বারাইন একটি সংযুক্ত ব্যাংক এর মাধ্যমে আমাদের এই সেবা দিয়ে থাকে। তারা এই কাজগুলো সম্পাদান করে মূলত ব্যাংক এর মাধ্যমে। 

যার কারনে তা কোন অবৈধ কাজ করতে পারবে না। কারন ব্যাংক এর সকল নিয়ম কানুন তাদের মানতে হবে। তা না হলে ব্যাংক তাদের সাহায্য করবে না। যদি কোন নতুন কিছু বের হয় আমরা ভাবি তারা আমাদের সাথে প্রতরনা করার জন্য বের করছে। কিন্তু কিছু দিন যাওয়ার পর আমাদের এই ভুল ধারনা একে বারেই ভেঙে যায়।

So,আমি একটা কথায় বলবো এই ওয়েবসাইটা একে বারে legit একটা website.কারন আমি তাদের এই মাস্টার কার্ড দীর্ঘ 2 বছর ধরে ব্যবহার করছি। তাই আপনারা ব্যবহার করতে পারেন।  


Pyypl এর সুবিধা 

• আমার মতে,এই apps এর সুবিধা অনেক। আপনি চাইলে যেকোন দেশে থাকা কোন পন্য বা সেবা নিমিষেই ক্রয় করতে পারেন। 

• বিশেষ করে যারা বাংলাদেশে আছেন তাদের জন্য শুখবোর হলো এই apps এ account খোলার জন্য কোন পাসপোর্ট এর দরকার হয় না। শুধু আপনার এনআইডি (NID Card) কার্ড থাকলেই হবে।

• আপনি ভার্চুয়াল কার্ডের পাশাপাশি পিজিক্যাল কার্ড ও ব্যবহার করতে পারবেন।

• আপনি কার্ডের মাধমে বাংলাদেশ ও ক্রয় করতে পারবেন।

• গুগল প্লে স্টোর বা অনলাইনের সকল ওয়েবসাইটে যার মাস্টার কার্ডে পেমেন্ট গ্রহন করেন তাদের কোন ঝামেলা ছাড়াই সেকেন্ডের মধ্যে পেমেন্ট করতে পারবেন।    


Pyypl এর অসুবিধা 

আগে login নিয়ে সবাই সমস্যার সম্মুখীন হয়েছিল। যদি কোন কারনে আপনি pyypl apps টা ডিলেট করে দেন তাহলে, পরবর্তীতে আপনি আর login এর অপশেনটা পেতেন না। তাদের প্রতিনিধির সাথে কথা বলে আপনি আপনার একাউন্ট লগইন করতে হয়েছে। কিন্তু এখন নতুন app এর ভিতর এ রকম কোন ঝামেলাই নেই।

• আপনি চাইলেই যে কোন সময় লগইন ও লগআউট করতে পারবেন।

OTP সমস্যা। যদি তিন বারের বেশি অটিপির জন্য রিকোয়েস্ট করেন তাহলে ২৪ ঘন্টার জন্য আপনাকে ব্লক করে দিবে। 

• কার্ডে ডলার লোডের সমস্যা। আপনি বাইরে থেকে ডলার ক্রয় করতে হবে।  

আমার শেষ কথা

আমি দীর্ঘ ২ বছর ধরে এই কার্ডটা ব্যবহার করতেছি। সত্যি কথা বলতে আমি আগে ডলার লোড এবং কার্ড একটিব নিয়ে অনেক ঝামেলাই পড়ছিলাম। কিন্তু নতুন একটা আপডেট সকল কিছু সমাধান হয়ে গেছে। এখন আমি সকল ধরনের ওয়েবসাইটে পেমেন্ট করেছি।

গতকাল আমি গুগল প্লে স্টোর থেকে ইসলামিক apps ক্রয় করেছি। পেমেন্ট করার সময় কোন ধরনের সমস্যার সম্মুখীন হইনি। বরং আমি এক ডলারের ক্যাশবেক পেয়েছি গুগল প্লে স্টোর থেকে। 

আপনাদের যদি ডলার পেমেন্ট করার জন্য কোন উপায় না থাকে তাহলেই এটা ব্যবহার করবেন অন্যথায় করবেন না। কারন এটা একটা নতুন অ্যাপ এবং এখানে ডলার এর দাম একটু বেশি। তাই আমার মতে আপনাদের যতটুকু ডলার প্রয়োজন ততটুকু ডলার লোড করবেন। বেশি ডলার লোড কররে জমিয়ে রাখার কোন প্রয়োজন নেই। আমি আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি কোন কিছু না বুঝতে পারেন বা একাউন্ট খুলতে কোন সমস্যায় পড়েন তাহলে আমাকে নিচের কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাকে সাহায্য করবো।    

So,আজ এই পর্যন্তু দেখা হবে অন্য কোন নতুন টপিক্স নিয়ে। সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ 💝

6 Comments

  1. Bkash দিয়ে পেমেন্ট করা যায় এমন কোনো সেলার তো খুঁজে পাচ্ছি না।
    আপনি যেভাবে দেখিয়েছেন ওভাবেই করে দেখেছি।
    কারণটা কি?

    ReplyDelete
    Replies
    1. আপনি আগে Binance e ডলার ক্রয় করুন বিকাশ এর মাধ্যমে তারপর Binance থেকে pyypl card এই ডলার লোড করুন আথবা সরাসরি pyypl ডলার লোড বিকাশ এজেন্ট থেকেও করতে পারেন উপরে সবগুলো ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে আশা করি বুঝতে আপনি পারেছেন।

      Delete
  2. Yes all clyer

    ReplyDelete
Previous Post Next Post
F